ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর রাইজিং ক্লাব মাঠে মিনিবার টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কৃষ্ণচন্দ্রপুর রাইজিং ক্লাব এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় চাতরা ফুটবল দল বনাম কৃষ্ণচন্দ্রপুর রাইজিং ক্লাব ফুটবল দল অংশ নেয়। ট্রাইবেকারে ১-০ গোলে চাতরা ফুটবল দলকে হারিয়ে কৃষ্ণচন্দ্রপুর রাইজিং ক্লাব ফুটবল দল জয়লাভ করে। কৃষ্ণচন্দ্রপুর রাইজিং ক্লাবের সভাপতি সৈবুর মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, তোহিদুল আলম টিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু মিঞাসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।


error: Content is protected !!