ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জাহিদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিলসহ মমিন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাকে আটক করা হয়।

আটককৃত মমিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ফকির মন্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বাস টার্মিনাল এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় ঝিনাইদহ থেকে ফরিদপুরগামী একটি বাস থেকে মমিন হোসেনকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাসী করে ১’শ ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।


error: Content is protected !!