ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমার্ধেই লাল কার্ড খেল দুই দল

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধও গোলশূন্য ড্র। তবে আজকের প্রথমার্ধ আলোচনায় দুই দলের দুই কোচের লাল কার্ড ও বৃষ্টি।
ম্যাচের শুরু থেকেই আজ দুই দলের খেলোয়ড়রা মেজাজ হারাচ্ছিলেন। ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশ অর্ধে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে দুই দলের ডাগআউট। আফগানিস্তানের কুয়েতী কোচ আব্দুল্লাহ আল মুতাইরী নিজ ডাগ আউট ছেড়ে বাংলাদেশের ডাগ আউটের দিকে তেড়ে আসেন। বাংলাদেশের কোচিং স্টাফরাও বাক-বিতন্ডায় লিপ্ত হন। দুই-এক মিনিট ধরে হাল্কা ধস্তাধস্তিও হয় দুই পক্ষের মধ্যে। ম্যাচ পরিচালনায় নিয়োজিত নেপালী রেফারিরা অবশ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বাংলাদেশ ডাগ আউটের সামনে কার্ড প্রদর্শনের পরপরই প্রাঞ্জল ছেত্রী দৌড়ে গিয়ে আফগান কোচ আব্দুল্লাহ আল মুতাইরীকে লাল কার্ড দেখান। দুই ডাগ আউটই খানিকটা উত্তপ্ততা তৈরি হয়।
দুই লাল কার্ড দেখানোর আগেই রেফারি দুই ঘটনায় হলুদ কার্ড দেখিয়েছেন দুই ফুটবলারকে। দুই জনই বাংলাদেশের ফুটবলার। ম্যাচের ত্রিশ মিনিটের পর থেকে কিংস অ্যারেনার আকাশ কালো হতে থাকে। পয়ত্রিশ মিনিটের পর ঝড়ো বৃষ্টি শুরু হয়। গ্যালারীতে শেড না থাকায় দর্শকদের অনেকে জড়ো হয়ে গেটের নিচে দাড়ান। আবার অনেক দর্শক দেশের খেলার দেখার জন্য বৃষ্টির মধ্যেও ভিজেন। দুই লাল কার্ড ও বৃষ্টির আধিপত্যে শেষ হয়েছে প্রথমার্ধ।
আগের ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করেছিল। আজকের অবশ্য তেমন সুযোগ হয়নি। আগের তুলনায় আজ প্রথমার্ধে অনেক চোখ রাঙিয়েছে আফগানিস্তান। ৪৫ মিনিটের মধ্যে আফগানরা কয়েকটি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি। ইনজুরি সময়ে বাংলাদেশ এক কর্ণার পায় সেটি শেষ পর্যন্ত বিপদ হয়নি আফগানদের।

error: Content is protected !!