ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল এলাকা হতে রমজান আলী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারমাসিয়া চা বাগান সংলগ্ন ইউনুছ মেম্বারের বাড়ির পিছন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

নিহত যুবক স্থানীয় ছিদ্দিক বাপের বাড়ির জনৈক ব্যক্তির পালিত সন্তান বলে জানাগেছে। তবে দীর্ঘদিন আগে সে ঐ এলাকার জনৈক কবির আহম্মেদর মেয়েকে বিয়ে করে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন। সে এলাকায় দিন মজুরের কাজ করতো।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বাড়ির পিছনে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে বিষটি ভূজপুর থানাকে অবহিত করি। নিহত যুবক একেবারে শান্ত প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত।

 

জানতে চাইলে ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন সকালে খবর পেয়ে সুয়াবিল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করি। বর্তমানে লাশের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে লাশের শরীরে একাধিক দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা।


error: Content is protected !!