ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গুইমারার জালিয়াপাড়ায় গৃহবধূর আত্নহত্যা

গুইমারা , খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্নহত্যা করেছে বলে জানা যায়।

 

এলাকাবাসী সুত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকালে জালিয়াপাড়া গ্রামের রাজ মিস্ত্রী আলীর ছেলে রবিনের স্ত্রী ইসরাত জাহান মনি ( ১৯) পারিবারিক কলহের কারণে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে । টের পেয়ে পুলিশ আসার আগেই বাড়ীর মালিক লাশ নামিয়ে ফেলে।

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে । মৃত ইসরাত জাহান মনির স্বামী রবিন পলাতক রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে আত্নহত্যা সংঘটিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সব বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।


error: Content is protected !!