ঢাকা, শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পেনাল্টি নিয়ে অভিযোগ নেই হ্যাভিয়েরের

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন। বড় সম্মেলন কক্ষে সাংবাদিক বাংলাদেশের কয়েকজন। সেই সম্মেলন কক্ষে পরাজিত কোচ বাংলাদেশের হ্যাভিয়ের ক্যাবরেরাই আসলেন সবার আগে। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায়ের পথে থাকলেও কোচের চেহারায় অবশ্য সেটা দৃশ্যমান ছিল না।

কোচ তার প্রাথমিক বক্তব্যে বলেন, ‘আমাদের খেলোয়াড়রা দুই ম্যাচেই ভালো খেলেছে। বিশেষ করে আজকের ম্যাচে গোলরক্ষক (মিতুল মারমা) দুর্দান্ত খেলেছে। এই টুর্নামেন্ট থেকে আমাদের প্রাপ্তি জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় খুঁজে পাওয়া।’

কোচ নতুন খেলোয়াড় খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রাপ্তি দেখলেও বাংলাদেশ গত এশিয়াডে প্রথমবারের মতো নক-আউট পর্বে খেলে ইতিহাস করেছিল। এবার দুই ম্যাচ হেরে তারা বিদায়ের পথে। এই প্রসঙ্গে কোচের মন্তব্য, ‘আমরা ফলাফল নিয়ে খুব বেশি শঙ্কিত ছিলাম। দু’টি ম্যাচই আমরা জয়ের মতো অবস্থায় ছিলাম। ছয় পয়েন্টও থাকতে পারতো বাংলাদেশের।’

প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল আত্মঘাতী গোলে। পেনাল্টির গোলে হার আজকের ম্যাচে। ফিলিপাইনের রেফারির পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে খানিকটা প্রশ্নবিদ্ধ হলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এ নিয়ে প্রশ্ন তুলতে চাইলেন না, ‘রেফারিং ও পেনাল্টি নিয়ে আমি অভিযোগ করব না। ম্যাচে এ রকম কিছু হতে পারে এবং সবাই দেখেছে।’

এশিয়ান গেমসের দলে মোরসালিন-রাকিবের মতো ফুটবলাররা আসতে পারেননি। তারা থাকলে ফলাফল অন্য রকম হতো কিনা এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন, ‘এই টুর্নামেন্টটি ফিফা উইন্ডোর বাইরে। তাই ক্লাবের আন্তর্জাতিক সূচিতে খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত যৌক্তিক। তাদেরও আন্তর্জাতিক সূচি রয়েছে।’


error: Content is protected !!