
নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে বাংলাদেশের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। খেলা পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে পরবর্তীতে কথা বলেছেন কিউই অধিনায়ক লুকি ফার্গুসন।
সফরকারী অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় মুস্তাফিজ ভালো বল করেছে, নতুন বলে সিমটা ভালো হিট করেছে। বল একটু পুরোনো হওয়ার সঙ্গে ধীরগতিরও হয়ে গেছে। ফিল্ডাররাও মনে হয় সেটাই চেষ্টা করেছে। হয়তো একটু ধীরগতির দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সম্ভবত ব্যাট না করে এই বিচার করাটা আমার জন্য কঠিন। তবে আজকের ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’
বৃষ্টি ও ম্যাচ পণ্ড হওয়ার বিষয়ে ফার্গুসন আরও বলেন, ‘বৃষ্টি যেখানে বাগড়া দেয়, সেখানে সবসময়ই হতাশা থাকে। তবে এখান থেকে কিছু ইতিবাচক দিক নেওয়ার আছে, যেহেতু এখানে আমরা প্রথমবার এলাম। আমার মনে হয় হেনরি ও ইয়াং খুব ভালো ব্যাট করেছে, অবশ্যই চ্যালেঞ্জিং কন্ডিশন ছিল তাদের জন্য।’
আগামীকাল (শনিবার) দুপুর ২টায় সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।