ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে চোরাচালানীকে আটকের জেরে বিজিবি-র উপর হামলা ; থানায় মামলা

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়ির সিমান্ত সংলগ্ন লোগাং বিজিবি ক্যাম্পের চেকপোষ্টে মোটর সাইকেলে দুই আরোহিকে সন্দেহজনক ভাবে থামানো হলে বস্তার ভিতর টাকার বান্ডিল সদৃশ্য দ্রব্যের অবস্থান আঁচ করতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সদরে আনার পথে বিজিবির উপর হামলা করে আটককৃতদের ছিনিয়ে নেয়।

 

 

বিজিবি সুত্রে জানা যায় , ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকাল ১০ টায় জেলার পানছড়ির সিমান্ত সংলগ্ন লোগাং বিজিবি ক্যাম্পের চেক পোষ্টে মোটর সাইকেলে দুই আরোহিকে সন্দেহজনক ভাবে থামানো হলে বস্তার ভিতর টাকার বান্ডিল সদৃশ্য দ্রব্যের অবস্থান আঁচ করতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন। স্থানীয় তিনজন ইউপি সদস্য ও আটককৃতদের উপস্থিতিতে বস্তা থেকে মোট বার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে পান ।আটককৃত পানছড়ি উপজেলার সিমানা পাড়ার বাসিন্দা প্রদীপ চাকমার ছেলে আরোহী রিংটু চাকমা (২৭),সুমন্ত চাকমার ছেলে ধন রঞ্জন চাকমা (২৩) উল্লিখিত টাকার উৎস ও মালিকানা সম্পর্কে সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হলে স্থানীয় তিনজন ইউপি সদস্য উপস্থিতিতে সমূদয় অর্থের প্রতিটি নোটের নম্বর উল্লেখ পূর্বক একটি জব্দ তালিকা প্রস্তুত করেন। এবং উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

 

উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিতে আটককৃতদের পানছড়ি থানায় হস্তান্তর করার জন্য বিকালে আসার সময় পুজগাং বাজারে আসলে আগে থেকে লাঠিসোঠা নিয়ে প্রস্তুত থাকা ৫০০- ৬০০ জন উপজাতীয় সন্ত্রাসীরা রাস্তায় গতিরোধ করে। বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে ধৃত আসামী এবং সমূদয় অর্থ ছিনিয়ে নেয়। সন্ত্রাসী ব্যক্তিবর্গ পেট্রোল দিয়ে গাড়ী পুড়িয়ে দিতে উদ্যত হয় এবং মোট নয়জন বিজিবি সদস্যকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে ।

 

লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি জানান, উপস্থিত ব্যক্তিবর্গের মারমুখী আচরণ সত্ত্বেও এবং উচ্ছৃঙ্খল ব্যক্তিবর্গ অতি নিকটে চলে আসায় অধিক সংখ্যক লোকজনের হতাহতের কথা বিবেচনা করে বিজিবি সদস্যগণ অসামান্য ধৈর্য্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে থাকে। পবরর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে পরিস্থিতি শান্ত করা হয়।

রবিবার সন্ধ্যায় খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিক ও স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

 

ঘটনাস্থল থেকে একজন উপজাতীয় সন্ত্রাসীকে বিজিবি কর্তৃক আটক করা হয়। এ বিষয়ে নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন বাদি হয়ে ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার বিকালে পানছড়ি থানায় ১৩ জনের নাম উল্লেখ করে আরো ৫০০-৬০০ অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

 

এ বিষয়ে পুজগাং এলাকার স্থানীয়দের সাথে কথা বলতে চেষ্টা করলেও কেউ ভয়ে কিছু বলতে রাজি হয়নি।

 

২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার সন্ধ্যায় পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হারুনুর রশিদ বলেন, বিজিবি-র উপর আক্রমন ও আসামী ছিনতাই বিষয়ে মামলা হয়েছে । আমরা বিভিন্ন উপায়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি । ভিডিও ফুটেজ দেখে পরবর্তীতে অপরাধিদের আটকের প্রক্রিয়া চলমান আছে।


error: Content is protected !!