ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিদেশি অস্ত্রগুলি সহ নারী আটক

স্টাফ ‍ রিপোর্টার ,কুমিল্লা :
কুমিল্লার নগরীর শহর তলীর দৌলতপুরে ছায়া বিতান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন সহ সেতারা আক্তার (২৪) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

 

আটককৃত সেতারা আক্তার দৌলতপুর ছায়া বিতান এলাকার বাসিন্দা। এ সময় সেতারার ভাই মো. দাউদ (৩০) পালিয়ে যায়।

৩০ সেপ্টেম্বর ২০২৩ , শনিবার কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ছায়া বিতান এলাকার একটি ভাড়া ঘরের ভেতর তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয় এবং এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যায়।’

 

এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ খান।


error: Content is protected !!