ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে অত্র খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ দিক-নির্দেশনায় অত্র জেলা পুলিশ ২৪ ঘন্টা নিরন্তরভাবে পুলিশি কার্যক্রম অত্যন্ত সুচারু ও দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় ১২নভেম্বর ২০২৩ দুপুরে এসআই মোহাম্মদ ইউছুফ ও তাঁর সঙ্গীয় ফোর্স সহ পানছড়ি থানা এলাকায় অবরোধ ও পিকেট ডিউটি পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন ৫নং উল্টাছড়ি ইউপির ১নং ওয়ার্ড মোল্লাপাড়া আক্কাছ আলীর টিলার মোল্লাপাড়ার শাহানাজ বেগম (৫৫)-কে কমলা রঙ্গের ১৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মাদক মামলার রুজু প্রক্রিয়া চলমান রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


error: Content is protected !!