ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে চোরাই অটোরিকশা সহ ৩জন আটক

কুমিল্লা ,চৌদ্দগ্রাম প্রতিনিধি :
জেলার চৌদ্দগ্রামে চোরাইকৃত অটোরিকশা সহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা কুমিল্লার কোতয়ালী থানার আনোয়ার হোসেন মজুমদারের ছেলে সিয়াম মজুমদার(২০), আবু হানিফের ছেলে মোঃ পরান(১৯) ও মৃত আলী গাজীর ছেলে মহব্বত গাজী(২৯)।

১২ নভেম্বর রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা পুলিশ জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে শাহ আলমের বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি হয়ে যায়। এ বিষয়ে তিনি শনিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের দাতামা বটতলা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

 

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, আটককৃতরা চোরাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।


error: Content is protected !!