ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বাতাসে বল রাখতে পারছে না বাংলাদেশ

বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছানোর পর থেকেই আলোচনায় আবহাওয়া। আজ বিকেলে বাংলাদেশ দল অনুশীলন করেছে। তবে অনুশীলন শেষেও কোচিং স্টাফ, খেলোয়াড়দের আলোচনায় বারবারই এসেছে আবহাওয়া সংক্রান্ত বিষয়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘এখানে অনেক ঠান্ডা এবং বাতাস। বল পায়ে রাখতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছিলো। নতুন দেশে আসলে প্রথমে এ রকম হয়েই থাকে।’ সমস্যা যেমন দেখেছেন আবার আশার কথাও শুনিয়েছেন মামুন, ‘আশা করি সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। অনুশীলনে আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি। অস্ট্রেলিয়ার শক্ত জায়গাগুলোতে ফোকাস করতে চেষ্টা করেছি ছেলেদের।’

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবহাওয়া- দিনের বেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকে। সন্ধ্যার দিকে সেটা নামে দশেরও কমে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্য ফুটবলারদের কষ্ট হলেও অধিনায়ক জামাল ভূইয়া ও তারিক কাজীর তেমন কোনো সমস্যা হচ্ছে না। কারণ ইউরোপে লম্বা সময় থাকার অভিজ্ঞতা আছে এই দুই জনের। তাই অস্ট্রেলিয়ার ঠাণ্ডা কাবু করতে পারেনি তাদের।আজ প্রথম অনুশীলন শেষে জামাল বলেন, ‘আবহাওয়া একটু ঠান্ডা। অনেকেরই ঠান্ডা লেগেছে। আমাদের খেলা রাত ৮ টায়। ওই সময় আরো থাকবে। তারপওর দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত। যদিও আমার আর তারিকের সমস্যা হচ্ছে না।’

দলের অন্যতম ফরোয়ার্ড ইব্রাহীমের কন্ঠেও উঠে এসেছে আবহাওয়ার বিষয়টি, ‘ভালোই হয়েছে প্রথম অনুশীলন। ঠান্ডার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। কোচ চাইছেন ঠান্ডার সঙ্গে আমরা যেন দ্রুত মানিয়ে নিতে পারি। বিশ্বের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে আমরা ডিফেন্স কিভাবে ব্লক করবো প্রথম দিনের অনুশীলনে সেটাই করিয়েছেন কোচ।’

ভ্রমণ ক্লান্তির জন্য রোববার হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের হোটেলেই জিম আর রিকভারি সেশন করিয়েছেন। আজ প্রথমবারের মতো মাঠে অনুশীলন করিয়েছেন খেলোয়াড়দের। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় মেলবোর্নের ইয়ারাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করেন জামালরা। ১৬ নভেম্বর ম্যাচের আগে আরো দুই দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ।


error: Content is protected !!