
পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়িতে ইয়াবা সহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
২০ নভেম্বর ২০২৩ সোমবার চোরাচালান রোধ ও অপরাধ দমনের নিয়মিত টহলে এসআই সৈয়দ ছানাউল্লাহ-র নেতৃত্বে ৩০(ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয় । আটককৃত মোঃ আলম (২৮) একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
পানছড়ি থানা ইনচার্জ মোঃ হারুনর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দিবাগত রাত প্রায় ১.৩০ ঘটিকায় মোঃ আলমকে ইয়াবা গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে রুজুকৃত আরো ০১ (এক) টি মামলা আছে। তবে মাদক ও চোরাচালান রোধে পানছড়ি থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে।