ঢাকা, শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ইয়াবা সহ তিন ব্যবসায়ী আটক

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে ৯ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

 

২৫ নভেম্বর ২০২৩ শনিবার দুপুরে মিরসরাই পৌরসদরের ডাকবাংলো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা মুখী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।

 

 

আটককৃতরা হলেন খুলনা জেলার লবনছড়া থানার নিজ খামার এলাকার মোঃ শাহাবুদ্দিন গাজীর ছেলে মোঃ সোহাগ গাজী (৩৬), সোহাগের স্ত্রী ফারজানা আক্তার শিমলা (২৩) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাঁশবাড়িয়া এলাকার আজিয়ার শেখের মেয়ে জান্নাতি আক্তার (২১)।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের উপর যাত্রীবাহী বিভিন্ন বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহ হলে এনা পরিবহনের তিন যাত্রীকে আটক করা হয়। তাদের সাথে থাকা ব্যাগ থেকে ৯ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবেলট জব্দ করা হয়। আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


error: Content is protected !!