ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাঠালবাড়ী এলাকার ত্রাস মামুন মাদবর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪আগষ্ট মুন্সীগঞ্জ সুপার মার্কেটের সামনে সংঘটিত ডিবজল ও রিয়াজুল ফরাজী হত্যা মামলার আসামী বাঘড়া কাঠালবাড়ী এলাকার ত্রাস মমিনুল ইসলাম মামুন মাদবর(৫৫)কে গ্রেফতার করেছেে থানা পুলিশ।

 

পুলিশ সুত্রে জানায়, বুধবার দিবাগত রাতে শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী এলাকা থেকে পলাতক আসামী মমিনুল ইসলাম মামুন মাদবরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মমিনুল ইসলাম মামুন মাদবর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মৃত জমশেদ মাদবরের ছেলে এবং বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

 

স্থানীয়রা জানান, উপজেলা বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি, রুদ্রপাড়া,কাঠিয়া পাড়া,বৈচার পাড়,আড়িয়াল বিল সহ এই অঞ্চলের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এ মামুন মাদবর। তার বিরুদ্ধে এলাকার নিরহ লোকজনদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়ার করার অভিযোগ রয়েছে ।

শ্রীনগর থানার এসআই হাবিব জানান, মামুন মাদবরকে মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত হত্যায় মামলায় গ্রেফতার করে সদর থানায় প্রেরণ করা হয়েছে।


error: Content is protected !!