
সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে জায়গীর এম, এ কামিল মাদরাসায় গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার জায়গীর এম এ কামিল মাদরাসায় শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ ছাত্তার তালুকদার।
কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন সিনিয়র সাংবাদিক লিটন সরকার বাদল, সমাজ কর্মী ও সংগঠক নারায়ন বনিক ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মামুন, মামুন, দাউদকান্দি শাখার সভাপতি প্রান্ত সাহা, সাধারণ সম্পাদক শাওন মোঃ সোহাগ, শিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান অনিক, অর্থ সম্পাদক তানভীর খাঁন, তথ্য সম্পাদক ইউসুফ ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক আবু মুসা, সদস্য ইয়াসিন, তানভীর ও হিমেল প্রমুখ।লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল এর আগে গত ৫ জুলাই থেকে ৩১ টি জেলায় ভ্রাম্যমাণ হেঁটে হেঁটে ৫৭ হাজার ৭ শত গাছের চারা বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা হেঁটে হেঁটে গ্রামের বিভিন্ন বাড়িতে উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান।