ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫০ পয়সা করে লভ্যাংশ দেবে কৃষিবিদ ফিড

শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ অর্থাৎ ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে এসএমই খাতের প্রতিষ্ঠান কৃষিবিদ ফিড লিমিটেড।

জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, আমাদের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭৭পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শেয়ার প্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ পাবে শেয়ারহোল্ডাররা।

এর আগের ২০২২ সালেই পিএস ছিল ১ টাকা ১৮ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ নগদ। তার আগের বছর ২০২১ সালেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা চার কোটি ৯৫ লাখ। আজ মঙ্গলবার দিনের শুরুতে কোম্পানির শেয়ার  লেনদেন হয়েছে ২১ টাকা ১০ পয়সায়।


error: Content is protected !!