ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে নতুন আরও ২৬ জনসহ ১৬৮৩ জন আক্রান্ত

মোঃ ইব্রাহিম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নতুন করে আরও ২৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।রোববার (২১ জুন) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, গত ১৮ ও ১৯ জুন নতুন আক্রান্তদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২০ জুন রাতে তাদের পজিটিভ রিপোর্ট আসে।
তিনি বলেন, করোনা পজিটিভ কোনো ব্যক্তি যেন বাইরে ঘোরাঘুরি করতে না পারে সেজন্য আমরা বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছি।
উল্লেখ্য, নোয়াখালী জেলায় মোট করোনা রোগী আক্রমণ  ১৬৮৩ জন। সুস্থ হয়েছেন ৬০৫ জন। মারা গেছেন ৪০ জন।

error: Content is protected !!