ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় করোনা রোগীর লাশ দাফনে “হ্যালো ছাত্রলীগ ৪১টিম”

মোঃ রাসেল মিয়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় করোনা আক্রান্ত হয়ে নিহত মো. দুলাল মিয়া নামের এক ব্যক্তির লাশ দাফন করেছে “হ্যালো ছাত্রলীগ ওরা ৪১টিম” এর সদস্যরা। সে উপজেলার জগন্নাথকান্দি গ্রামের আ. খালেক ভূইয়ার ছেলে।

জানা যায়, দুলাল মিয়া কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সকালে কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এসময় তার লাশ দাফন-কাফনে সংশয় দেখা দিলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার আনিকের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারের সার্বিক সহযোগীতায় “হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ টিমের” ৮ সদস্য নিয়ে ধর্মীয় রীতি-নীতি মেনে জগন্নাথকান্দি বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ সম্পন্ন করা হয়। এরপর ওই সংগঠনের সদস্যরা লাশের খাটিয়া কাধে করে গোরস্থানে নিয়ে লাশের দাফন সম্পন্ন করা হয়।

হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ টিমের সদস্যদের মধ্যে অন্যরা হলো, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. মাসুদ ইসলাম মিলন, মাথাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিটন হাসান, ছাত্রলীগ নেতা মাইনুল, হাফেজ তোফায়েল মাহমুদ, মাওলানা সাইফুল, হাফেয নাজিম উদ্দিন সরকার, হাফেজ আলাউদ্দিন ভুইয়া।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার বলেন, কুমিল্লা কোয়ান্টাম ফাউন্ডেশন’র সমন্বয়ক শ্যামল আতিক ভাইয়ের ফোন পেয়ে “হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ টিমের ৮জন সদস্য নিয়ে আমরা দুলাল মিয়ার লাশ দাফন সম্পন্ন করেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সকল ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মৃতব্যক্তির দাফন-কাফন বা সৎকারে যথাযথভাবেই দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ এর জন্ম।


error: Content is protected !!