
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া গ্রামের কভিড-১৯ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাইনুদ্দিন শিকদারের সঞ্চালনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব. বলেন,
” সুরা আল-এমরান থেকে উদ্ধৃতি দিয়ে বলেন,ক্ষমতা দেয়া-নেয়ার মালিক আল্লাহ।আমি শৃঙ্খলার বাহিরে কাজ করা কিংবা কাউকে নিয়ে নেতিবাচক সমালোচনা করা পছন্দ করি না।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের উদ্দেশ্যে তিনি আরো বলেন,যিনি নৌকা পাবেন তার পক্ষেই কাজ করবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা পরিষদের ভাইস -চেয়ারম্যান রোজিনা আক্তার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবউদ্দিন রকিব, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা কারুল হাসান গরীব, গোয়ালমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম ভুলু, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি জেবুন্নেছা জেবু, সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক ওমর ফারুক মিয়াজি, আ. লীগ নেতা বাসুদেব ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, পৌর যুবলীগ নেতা ফারুক খন্দকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম ও পৌরযুবলীগ নেতা সালাম খন্দকার প্রমুখ ।