ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রতিনিধি হওয়ার আগে জনসেবক হোন: মেজর (অব.) মোহাম্মদ আলী

জনসেবা করে জনসেবক হোন, জনসেবা করে জনগণের মন-মনিকোঠায় জায়গা করুন। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধের বিকল্প নেই। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না। আমরা সত্যের পক্ষে আছি। সত্যের জয় সুনিশ্চিত। আমরা সকল কাজেই ধৈর্য ধারন করেছি,করি, করবো। ধৈর্যশীলদের পক্ষে আল্লাহ থাকে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বারোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বিল্লাল মুন্সির বাড়ির মাঠে ছাত্রলীগকে গতিশীল করার লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ এর সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া।

আলোচনা সভায় প্রধান উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগ এর সভাপতি তারিকুল ইসলাম নয়ন,প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগ এর সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিব, সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান, আ. লীগ নেতা বাসুদেব ঘোষ, মহিলা লীগ এর সভাপতি জেবুন্নেছা জেবু,সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা যুবগলীগ এর যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, মো. আল-আমিন, উপজেলা শ্রমিকলীগ এর সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন মুন্সি, পৌর যুবগলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন মুন্সী আরো অনেকে।


error: Content is protected !!