ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লাইট হাউস ফরিদপুরের স্যানসিটাইজেশন মিটিং অনুষ্ঠিত

আইসিডিডিআর,বির ব্যবস্থাপনায়, গেøাবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত¡াবধানে আজ মঙ্গলবার জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে লাইট হাউস ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক সভা। লাইট হাউসের জেলা ব্যবস্থাপক মো. কবির হুসাইন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পৃুলিশ সুপার মো. আলিমুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

সভায় এনজিও ব্যক্তিত্ব ডেমিয়েন ফাউন্ডেশন ফরিদপুরের প্রকল্প পরিচালক শেখ মইন উদ্দিন বলেন, এইচআইভি এইডস প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখতে দেশের স্বাস্থ্য বিভাগকে সর্বাতœক সচেষ্ট থাকা একান্ত অপরিহার্য। শিক্ষাবীদ আব্দুল্লাহ্ আল মুজাহীদ এর মতে, এইচআইভি এইডস একটি বৈশি^ক বিষয় যা প্রতিরোধে সরকারের সচেতনতামূলক কার্যক্রম সর্বদা অব্যাহত রাখা একটি সময়ের দাবী।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. নাসিম উদ্দিন বলেন, আমাদের সর্বপ্রথম মনে রাখা উচিৎ যে, রক্ত গ্রহণ সহ সুই সিরিঞ্জের ব্যবহারের মাধ্যমে এইচআইভি এইডস সংক্রমিত হয় সুতরাং কেউ এইচআইভি এইডস সংক্রমিত হলেই তাকে নেতিবাচক মনে করার কোন কারণ নেই । প্রধান অতিথির বক্তব্যে মো. আলিমুজ্জামান বলেন, এইচআইভি এইডস বিস্তারে মূখ্যত আমাদের আচার আচরণও দায়ী। আমাদের সর্বাগ্রে মনের রাখা প্রয়োজন যে, আমাদের চারপাশের সকল কিছুই গ্রহণীয় নয়। অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের রুচি এবং চরিত্রের পরিবর্তন ঘটাচ্ছে যা এইচআইভ্ িএইডসহ নানা বিপত্তির কারণ।

সভাপতির বক্তব্যে ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, ধর্মীয় অনুশাসনের বাইরে যখনই আমরা পা বাড়াবো তখনই নানা বিপর্যয়, রোগ ব্যধি আমাদের আক্রান্ত করবে। যেহেতু এইচআইভি এইডস একটি জাতীয় নয় আন্তজার্তিক বিষয়ও সুতরাং আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে সর্তক, সজাগ থেকে ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে এই বৈর্শির্^ক সমস্যাকে মোকাবেলা করতে হবে। উল্লেখ্য যে, সভায় ধর্মীয় নেতা, সংবাদকর্মী, শিক্ষক, আইনজীবি, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেণ।


error: Content is protected !!