ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকীর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বিশাল র‍্যালীর আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার পর থেকে উপজেলা পরিষদ নির্বানের নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ বশিরুল আলম মিয়াজী এ আলোচনা সভা ও র‍্যালীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ৬০ টি গাড়ি বহর ও প্রায় অর্ধশতাধিক মটর বাইক নিয়ে উপজেলার দাউদকান্দি পৌরসভার রাসেল স্কয়ার,বিশ্বরোড,ইলিয়টগঞ্জ,আমিরাবাদ, বায়নগর পথসভা ও সভা করেন।

আলোচনা সভায় দাউদকান্দি উপজেলা নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত‍্যাশী বশিরুল আলম মিয়াজী বিভিন্ন পথসভায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,” বঙ্গবন্ধু আজম্ম নিপীরিত মানুষের জন‍্য লড়াই করে গেছেন। আমরা সেই আদর্শ লালন করে আওয়ামীলীগের রাজনীতি করি। তিনি বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনের জন‍্য সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। তিনি আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে বলেন, আপনাদের কল‍্যানে আমি,আমার আয়েশি জীবন ত্যাগ করেছি।আমি আপনাদের সুখ-দু:খের সাথী হয়ে বাকী জীবন বাঁচতে চাই। আমার রাজনীতি আপামর সাধারণ মানুষের কল‍্যানে।

আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আপনাদের প্রতি অপরিশোধযোগ্য এ ঋণের দায় কিছুটা মেঠাতে চাই।তাই এ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। দীর্ঘদিন আমি আপনাদের পাশে আছি। আপনাদের সুচিন্তিত রায় ও একটি ভোট আমাকে আপনাদের সেবক হয়ার সুযোগ করে দিবে।তিনি বলেন, সৎ যোগ্য, সজ্জন ও সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিকে পছন্দ করে নির্বাচিত করুন। তিনি আরো বলেন,আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে আগামীর দিনগুলিতে এর চরম মাশুল আপনাদেরই গুণতে হবে।”

পথসভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী বের করা হয়।

আমন্ত্রিত অতিথিদের মধ্য বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য পারুল আক্তার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার। অন্যান্যদের বক্তব্য দেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজালাল,ভিপি সালাউদ্দিন রিপন,সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, সাবেক

চেয়ারম্যান আসলাম মিয়াজী, মো.ছাত্তার তালুকদার,উপজেলা ত্রাণ ও সমাজ সম্পাদক নাসির আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক রহুল আমিন,সাবেক চেয়ারম্যান সোলায়মান মোল্লা,বার পাড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদার,বিটেশ্বর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, সাবেক জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি খন্দকার শাহজাহান যুবগলীগ যুগ্ন আহবায়ক আক্তার ফকির,বিল্লাল মজুমদার, নেতা ইকবাল হোসেন প্রমুখ।


error: Content is protected !!