ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শরীয়তপুরে আজ ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা এবং হলুদসহ অন্যান্য মসলা ও খাদ্যপণ্যে ক্ষতিকর লেড ক্রমেটের ব্যবহার রোধে গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা ও ১১.৩০ টায় অনুষ্ঠিত দুটি সভায় সভাপতিত্ব করেন উভয় সভার সভাপতি এবং জেলা প্রশাসক, শরীয়তপুর জনাব কাজী আবু তাহের।

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানভীর হায়দার শাওন, সহকারী কমিশনার জনাব মোঃ শাহরিয়ার নজির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সুজন কাজী, ক্যাব – শরীয়তপুরের সভাপতি জনাব বিল্লাল হোসেন খান, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক জনাব মোঃ আলী হোসেন, সাবেক পৌর কাউন্সিলর জনাব সঞ্জীব নাগ, জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি জনাব আঃ সালাম বেপারীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় পেয়াজসহ অন্যান্য পন্যের মূল্য বৃদ্ধি এবং হলুদসহ অন্যান্য মসলা ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল এর ব্যবহার রোধে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


error: Content is protected !!