ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে মুক্তিযোদ্ধা ও ঘোড়াঘাটে ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্রীনগরে মুক্তিযোদ্ধা ও ঘোড়াঘাটে নির্বাহী অফিসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই কর্মসূচির আয়োজন করেন।

 

গত ১৩ সেপ্টেম্বর শ্রীনগরের বাড়ৈখালীতে মুক্তিযোদ্ধা নাজিম তালুকদার (৭০) ও তার পরিবারের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পরের দিন মুক্তিযোদ্ধার ছেলের মারধর করে হামলাকারীরা। এর আগে গত দুই মাস আগে বাড়ৈখালীতে এক মাদক বিরোধী সভায় মুক্তিযোদ্ধা নাজিম তালুকদারের বক্তব্যে মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশিত হয়। এরই সূত্র ধরে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলা চালায় তারা।

 

এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. ইকবাল হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, আনিছুল ইসলাম, আব্দুল খালেকসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যবৃন্দ।


error: Content is protected !!