ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যদি আবার দেখা হয়

যদি আবারও দেখা হয়
বলে যেও ছেড়ে যাওয়ার কারণ,
বলে যেও শরৎ প্রভাতে
তোমার আমার কেন দেখা বারণ!

মনের আকাশে মেঘ জমে
ভেজা ভেজা টলমল দুই নয়ন,
মনেতে তুমি দাও যে হানা
পোড়ায় তোমার স্মৃতির দহন!

বাইরে তো রোদ ঝলমল
মনেতে তবু বরষার আবাহন,
তোমার কথা মনে হলেই
দু’চোখে নামে বেদনার প্লাবন।

দেখা হয় যদি আবারও
বলে যেও শপথ ভাঙার কারণ,
বলে যেও তোমাতে আমাতে
কখনো কেন দেখা করতে বারণ!

– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ


error: Content is protected !!