ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে ভাগ্যকুলে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজে করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার লক্ষ্যে অভিভাবক ও শিক্ষানুরাগীদের সাথে মতবিনিময় সভা হয়েছে।

 

শনিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি. চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু’র সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মজিবুর রহমান তালুকদার, অভিভাবক সদস্য মামুন কবির, রিক্তা আক্তার, মিজানুর রহমান পাঠান, মৃত্যুঞ্জয় বর্মন, জানে আলম, এটিএম মাসুদ, ইয়াকুব হাওলাদার, অভিভাবক মো. সবুজ, শহিদুল কাড়াল, আছিয়া বেগম, মুক্তিযোদ্ধা মাইদুল ইসলাম সবজল, হাবিবুর রহমান সিকদার ও মুনছুর আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদ্যালয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র মুজিব রহমান।


error: Content is protected !!