ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল। 

 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা (৫৫) হৃদরোগে আক্তান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।
ওমর ফারুক বাদশা সাবেক সংসদ সদস্য ও এক সময়ের কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম নুরুল হক চৌধুরীর ছেলে।  একাধিক সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে বুকে ব্যথা শুরু হলে বাদশাকে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

error: Content is protected !!