
শ্রীনগর( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর ষোলঘর ইউনিয়নের সব মসজিদ এবং দুইটি মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করে সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ীতে ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুস ছালামের উদ্দ্যােগে জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি পালন করা হয়।
উপস্থিত ছিলেন, ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, আওয়ামী যুবলীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম উজ্জল, সাংগঠিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম শ্যামল, ইউনিয়ন যুবলীগ নেতা হাবিবুর রহমান অমিত, পাভেল রহমান, মন্জুর হোসেন, নিখিল ঘোষ, সজীব, আকাশ, সালমান শুভ,পলাশ, শ্রীনগর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাউদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল মৃর্ধা, পাপ্পু,নাদিম, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, শ্রমিক নেতা জামাল প্রমুখ।