
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি। এ সময় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নিবাসী বালক-বালিকা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এদিকে চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হাসান আনু মিঞার উদ্যোগে নিজস্ব বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মনিরুল ইসলামের উদ্যোগে জালমাছমারীস্থ জিকে ফাউন্ডেশনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।