
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিনের যৌথ আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগীদের মাঝে এককালিন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব রোগীদের মাঝে অনুদানের চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সায়রা খান মেবিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজাসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। পরে ৪৪ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ২২ লাখ টাকা চেক বিতরণ করা হয়।