ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবাদ প্রতিরোধ

প্রতিবাদ প্রতিরোধ
ইভটিজিং- ধর্ষণের কারণ
নষ্ট মানসিকতা,
হোক প্রতিবাদ সকল অন্যায়ের
জাগুক মানবিকতা।
অশ্লীলতা কখনো পোষাকে নয়
থাকে কুলাঙ্গারের মাথায়,
বিচারের বাণী আর কতটাকাল
অবিচারে কাঁদবে রে হায়! 
আর কত ধর্ষণের পরে হবে 
কঠোর আইনের প্রণয়ন!
অপরাধীরা কেন পার পেয়ে যায়
কেন রে নির্যাতিত মা-বোন! 
কাপুরুষ আর কুলাঙ্গাররাই
উৎসাহী টিজ ও ধর্ষণে,
দ্রুত মৃত্যুদন্ড কিম্বা তাদের 
মারা হোক পাথর বর্ষণে। 
ইভটিজিং আর ধর্ষণরোধে
কঠোর কঠিন শাস্তি চাই,
যে সাজা দেখে কাঁপবে রে প্রাণ
অপরাধের সাহস না পায়।
রুদ্র অয়ন এর কবিতা    

error: Content is protected !!