
বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরের কেশবপুর উপজেলায় ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার পাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় অতিরিক্ত ডি আই জি মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পলিশ সুপার মনিরামপুর সার্কেল মো. সোয়েব, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন। বিট পুলিশের পঁাজিয়ার দায়িত্ব প্রাপ্ত এস আই তাপস রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল বাহার, রাজনগর বাকাবর্শি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, আওয়ামীলীগ নেতা আলী আকবার, গোরা চাদ, গীতা চক্রবর্তী প্রমুখ।