
পুলিশই জনতা,জনতাই পুলিশ, মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র। এ স্লোগানে ৩১ অক্টোবর শনিবার বিকালে, দাউদকান্দি মডেল থানার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মডেল থানা অফিসার-ইনচার্জ মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক মো. মেজবাউদ্দিন পাশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ সাইফুল ইসলাম, সদ্য পুলিশ পরিদর্শক পদোন্নতি প্রাপ্ত মোঃ রাফিকুল ইসলাম জামান, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মোঃ মুক্তার হোসেন ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দীন রকিব, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন আহম্মেদ, সুন্দুলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসম্মৎ জেবুন নেছা জেবুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী আল আমিন, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসম্মৎ ইয়াছমিনসহ রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন, মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ নাসির উদ্দীন আহম্মেদ।