ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

এম,জামান রাজ, খাগড়াছড়ি থেকে : খাগড়াছড়ির বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ী ও জনগণকে অগ্নি দুর্ঘটনার বিষয়ে সর্তক করতে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর সেনা জোন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে জেলা সদরের স্বণির্ভর বাজারে অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ যেকোনো স্থানে আগুন লাগলে প্রাথমিক পর্যায়ে কি ভাবে নেভানো যায় তার কৌশল সর্ম্পকে জনগণকে জানানো হয়।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি সময়ে অগ্নি দুর্ঘটনার মাত্রা বাড়ছে। সর্তকতা ও কিছু কৌশল জানা থাকলেও প্রাথমিক পর্যায়ের আগুন নেভানো সম্ভব।

বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের সময় ফায়ার সেফটির ব্যাপারে সচেতন হতেও অনুরোধ জানানো হয় মহড়ায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া ও সদর সেনা জোনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।


error: Content is protected !!