ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অবসরপ্রাপ্ত দু’জন শিক্ষকের গ্রাচুইটির চেক বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশায় শনিবার দুপুরে শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অবসরপ্রাপ্ত দু’জন শিক্ষকের গ্রাচুইটির চেক বিতরণ করা হয়েছে।

পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাস ও রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শামসুল আলম।

অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম. শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি রেজাউল আলম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা বেগম, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাসসহ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শের আলীকে ৪ লাখ ৮৬ হাজার ৭শত টাকা ও পূঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমানকে ৫ লাখ ৩৪ হাজার টাকার শিক্ষা কল্যাণ ট্রাস্টের গ্রাচুইটির চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ শিক্ষা কল্যাণ ট্রাস্টের জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।


error: Content is protected !!