
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: নব নির্বাচিত মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী সহ ফরিদপুর ও মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচিত ৩ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। রবিবার ( ৮ নভেম্বর) দুপুরের সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শপথ বাক্য পাঠ করান।
এদিকে শপথ গ্রহণ শেষে জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য: গত ২০ অক্টোবর অনুষ্ঠিত মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র রাজনৈতিক সহচর কেন্দ্রীয় আ.লীগ মনোনীত প্রার্থী মাদারীপুর জেলা আ. লীগের সিনিয়র-সহ সভাপতি মুনির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান পদে নির্বাচিত হন।’