ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোসাইরহাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুরের গোসাইরহাটে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ভোধন করলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান৷

 

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে “মুজিব বর্ষের অঙ্গীকার, নিরাপদ সবজি উপহার

“মুজিব বর্ষের অঙ্গীকার,কৃষি হবে দূর্বার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা,

মাদারীপুর, ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আয়োজিত৷

 

কৃষি প্রযুক্তি মেলা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন সম্মানিত জেলা প্রশাসক, শরীয়তপুর জনাব মোঃ পারভেজ হাসান।

 

আজকের এ কৃষি প্রযুক্তি মেলা-২০২০ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।

 

মেলায় প্রদর্শিত প্রযুক্তিতে আছে, সর্জান পদ্ধতিতে সমন্বিত মাছ , সবজি ও ফল চাষ, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, আইলে বা পুকুর পাড়ে সবজি চাষ, ভাসমান পদ্ধতিতে সবজি চাষ, একক ও মিশ্র ফলবাগান স্থাপন, উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ফলন বৃদ্ধি, নিরাপদ ফসল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তি, বঙ্গবন্ধু কর্ণার ও কৃষি পন্য প্রদর্শন স্টল৷

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নাজমা বেগম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, গোসাইরহাট উপজেলা মোঃ শাহজাহান সিকদার, সকল ইউপি চেয়ারম্যান, সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক৷

 

আজকের এ কৃষি প্রযুক্তি মেলা-২০২০ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন৷ উপজেলা কৃষি অফিসার , কৃষিবিদ কল্যান কুমার সরকার৷

 

উপস্থাপনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাবুদ্দিন৷


error: Content is protected !!