
এম জামান রেজা, স্টাফ রিপোর্টার: জেলার পানছড়িতে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে পথচারী ,ব্যবসায়ি ও যানবাহনের চালকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিধান না করায় পথচারীকে জরিমানাও করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার ((ভুমি) ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান মুক্তিযোদ্ধা স্কয়ার সড়ক ও বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এ সময় মাস্ক পরিধান না করায় পথচারীকে জরিমানা করা হয়। এছাড়াও বাজারের ব্যবসায়ি ও পথচারীসহ যানবাহনের চালকদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন। এর আগে সকালে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে ও স্বাস্থ্য সচেতনতায় প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।