ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিবগঞ্জে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাল্যবিবাহ নিরোধ এবং নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

শিবগঞ্জ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে হলরুমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এনজিও ফোরাম সভাপতি তোহিদুল আলম টিয়া, নারী-শিশু নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধ বিষয়ক সেলের প্রধান কাজী জুলফিকারা পুষ্প, শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক, অবসরপ্রাপ্ত প্রভাষক আবদুর রউফ ও আওয়ামী লীগ নেতা মবিনুর রহমান মিঞাসহ অন্যরা।

এছাড়া সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা- নারী নির্যাতনের বিরুদ্ধে নিজ নিজ পরিসর থেকে সকলকে কাজ করে যাবার আহবান জানান। একই সঙ্গে নির্যাতন যৌন হয়রানী বন্ধে সকলকে সামাজিকভাবে দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহবান জানান বক্তারা।


error: Content is protected !!