ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডামুড্যায় যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দক্ষিণ পাশের একটি পরিত্যক্ত যায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

উদ্ধার হওয়া রাকিব হাসান সম্রাট মুন্সী (৩০) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃত সিরাজ মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ব্লাড ট্রান্সফিউশন রক্তদান নামের একটি সামাজিক সংগঠনে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

 

 

ডামুড্যা থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দক্ষিণ পাশের একটি পরিত্যক্ত যায়গায় সম্রাটের মরদেহ পরে থাকতে দেখে স্থানীরা। পরে ডামুড্যা থানা পুলিশকে জানায়। পুলিশ মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় । ওই যুবকের রহস্যজনক মৃত্যু বলে জানায় স্থানীয়রা।

 

 

ডামুড্যা থানার তদন্ত ওসি এমারত হোসেন বলেন,  খবর পেয়ে লাশটি উদ্ধার করি। পরে  ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠাই । ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে তিনি কিভাবে মারা গেছেন ।


error: Content is protected !!