ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দাউদকান্দি পৌরবাসীর সেবক হয়ে থাকতে চায়: তাসলিমা চৌধুরী 

আসন্ন দাউদকান্দি পৌরভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ও দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহ আলম চৌধুরীর মেয়ে, নারী নেতৃত্বের উদীয়মান সমাজ কর্মী তাসলিমা চৌধুরী সিমিন বলেছেন পৌরবাসীর সেবক হয়ে আজীবন থাকতে চাই। ২৯ নভেম্বর দাউদকান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গণসংযোগ ও কৃষ্ণপুর, দৌলতপুর গ্রামবাসীদের সাথে মতবিনিময় কালে একথা বলেন।

তাসলিমা চৌধুরী সিমিন বলেন, আমার বাবা মরহুম শাহ আলম চৌধুরী দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনীতির পাশাপাশি সামাজিক কাজে অধিক সময় ব্যয় করেছেন,তার সন্তান হয়ে আমি তখন এবার জনপ্রতিনিধি হয়ে জবাবদিহিতার আওতায় নাগরিক সেবা করার জন্য নির্বাচন করার সুযোগ পেয়েছি, সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। কারণ আমি জনগণের প্রকৃত সেবক হয়ে থাকতে চাই।

 

 

তাসলিমা চৌধুরী সিমিন এলাকার মানুষের উদ্দেশে আরও বলেন, ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলায় যারা আমার সঙ্গে কাজ করছেন, মিশেছেন তারা তা জানেন। একজন আদর্শিক রাজনৈতিক নেতা নয়, সর্বদা কর্মী হয়ে ছিলাম আছি থাকব। আপনাদের রায়ে যদি সেবা করার সুযোগ পাই, তাহলে আমৃত্যু আপনাদের সেবা করেই যাব।

 

 

আমি দাউদকান্দি পৌরসভাকে সত্যিকার অর্থে মানুষের আধুনিক বাসযোগ্য করে তুলতে আমার পূর্বসূরি দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র মরহুম নাছির উদ্দীন আহম্মেদ ও মরহুম শাহ আলম চৌধুরীর যে পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখে গেছেন- তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করব।

 

এসময় উপস্থিত ছিলেন, তরুণ উদীয়মান রাজনৈতিক ও সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী রোমান রাজীব চৌধুরী, মোঃ সাইফুর রহমান ভুইয়া (রুবেল), মোঃরুহুল আমিন, মোঃ সোহেল, সালাউদ্দিন, সাত্তার, মোজাম্মেল, রাসেল, ইয়াসিন, রাকিব,রনিসহ আরও অনেকে।


error: Content is protected !!