
শরীয়তপুর প্রতিনিধি: পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রমধর্মী সরকার প্রধান হচ্ছেন বঙ্গবন্ধুর বীরকন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি একজন মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। গতকাল দুপুরে শরীয়তপুর সদর পৌরসভা অডিটোরিয়াম হলরুমে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, তিনি সবসময়ই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশ ও জাতির উন্নয়নে তৃণমূল থেকে সেই মহাকাশে স্যাটেলাইট পাঠানোসহ তৃণমূলের একজন সাধারন মানুষ কিভাবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃকালীন ভাতা যাতে পেতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশের মানুষের কথা চিন্তা করে ইতিমধ্যে তিনি সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। যার মাধ্যমে দেখে দেশের সকল মানুষ পরিপূর্ণ নাগরিক সুবিধা পাবেন। অনুষ্ঠান শেষে তিনি টেনশন মেলার ইন্সটল গুলো ঘুরে দেখেন।
এ সময় শরীয়তপুর-২ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মাহবুবুল আলম সহ জেলার সকল জনপ্রতিনিধি সাধারণ মানুষ ও রাজনৈতিক নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।