
শরীয়তপুর প্রতিনিধি: পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট আনসার বাহিনী গড়ার লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই উপমহাদেশ শুধু নয় সমগ্র বিশ্বের বৃহৎ একটি বাহিনী। যার সদস্য ৬১ লক্ষ। আজ দুপুরে শরীয়তপুর জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয় প্রাঙ্গণে আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, খুব শীগ্রই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাতা বাড়িয়ে দেবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্গম চরাঞ্চলে চিকিৎসা দিচ্ছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরায়ু ক্যানসারের টিকা দেয়ার কথা আলোচনা হচ্ছে। যা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও ছয় মাস আগে দেয়া শুরু করেছে।
আনসার-ভিডিপি বাহিনীর ভাতা বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে আছে, খুব শীগ্রই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাতা বাড়িয়ে দেবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্গম চরাঞ্চলে চিকিৎসা দিচ্ছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরায়ু ক্যানসারের টিকা দেয়ার কথা আলোচনা হচ্ছে। যা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও ছয় মাস আগে দেয়া শুরু করেছে।
আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, তৃণমূলের সঙ্গে জরিত আছেন আপনারা। মানুষের হারি, নারী ও ভালো মন্দের খবর জানার, সেতু বন্ধন করার সুযোগ আপনাদের সবচেয়ে বেশি। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে আপনারা কাজ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে স্মার্ট করার উদ্যোগও নিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনেও বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী করবেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমাড্যান্ট মো. মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সাংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ঢাকার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. জিয়াউল হাসান, পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমিন উদ্দিন, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। এসময় বাহিনীর কর্মকর্তা, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে কৃতিত্বের জন্য ভিডিপির ৬০ জন সদস্যকে বাইসাইকেল ও ৩০ জন সদস্যাকে সেলাই মেশিন প্রদান করা হয়।