ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড সিরিজ খেলতে চান না লিটন

বিশ্বকাপ শেষ হতেই বিশ্রামের বড় সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বৈশ্বিক এই আসর শেষ না হতেই ২১ তারিখ ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন না আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও চান না খেলতে। তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন লিটন।

 বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় নান্নু বলছিলেন, ‘সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। আজকে আমরা বসে সিদ্ধান্ত নিব কি করব না করব।’

এদিকে তোড়জোড় চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে। সেক্ষেত্রে এই টেস্ট সিরিজের দল আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে জানতে চাইলে নান্নু বলেন, ‘আগামীকালই দল ঘোষণা করে দিব।’

এর আগে গেল মঙ্গলবার বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু বলছিলেন, ‘সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, ততদিন সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয় তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি জানিয়ে দেওয়া হবে।’


error: Content is protected !!