ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মিরসরাইয়ে গাছ পড়ে শিশুর মৃত্যু

মিরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি::
মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র বাতাসের প্রভাবে গাছের ডাল পড়ে সিদরাতুল মুনতাহা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাসমত আলী ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার কন্যা।

 

নিহতের ফুফাতো ভাই ইবরায়েত হাসান জানান, বিকেল ৫ টার দিকে ঘূর্ণিঝড় মিথিলি’র প্রভাবে হঠাৎ প্রচন্ড বাতাস শুরু হয়। এ সময় মুনতাহা বাইরে থাকলে হঠাৎ গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন।


error: Content is protected !!