ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে রবিবার আবারো মিয়ানমারের গোলার শব্দ

নাইক্ষ‍্যংছড়ি ,বান্দরবান প্রতিনিধি :
পার্বত্য বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির ৩৪ ও ৪৮ সহ ৮ সীমান্ত পিলার দিয়ে রোববার সকাল এবং সন্ধ্যার পর মিয়ানমার থেকে আবারো গোলার শব্দ এসেছে ।

 

১৯ নভেম্বর ২০২৩ রবিবার সকাল ৭টা থেকে ৮টা পযর্ন্ত নাইক্ষ্যংছড়ি নিকোছড়ির সীমান্ত পিলার ৪৩,৪৪ ও দিয়ে শূণ্য লাইন হতে ৩ কিলোমিটার মিটার দক্ষিণে মিয়ানমার ২ বিজিপির আওতাধীন অংজু পোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় মায়ানমারের অভ্যন্তরে সাইচিং পাড়া নামক স্থানে ১০/১২ টির মত বিস্ফোরিত শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকার ভিতরে শোনা গেছে বলে জানা যায়।

 

 

উক্ত এলাকাটি আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন বলে বিশ্বস্থ সুত্রে জানায়। চলমান সংঘর্ষে আরাকান আর্মি কর্তৃক বিজিপিকে লক্ষ্য করে উক্ত গোলাবারুদের বিস্ফোরণ করে অনেকের ধারণা । অপরদিকে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের আওতাধীন ৮নং ওয়ার্ডের জামছড়ি এলাকার ৪৬/৪৭ নাম্বার সীমান্ত পিলার দিয়ে ১৯ নভেম্বর ভোর থেকে সন্ধ‍্য ৭টা ৩০ মিনিট পযর্ন্ত মিয়ানমারের অভ‍্যন্তর থেকে অন‍্য সময়ের মত বিস্ফোরিত আওয়াজ আসেনি বলে জানান,স্থানীয় ইউপি সদস্য মোঃ ছাবের।

 


error: Content is protected !!