অধীর রাজবংশী , মুন্সীগঞ্জ :
“হিন্দু-মুসলিম ভাই ভাই তাদের কোন ভয় নাই”এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:হাফিজুল ইসলাম খান এর নেতৃত্বে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
৭ আগষ্ট ২০২৪ , বুধবার সকালে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শ্রীনগর শপিং কমপ্লেক্সের সামনে এসে এক পথ সভার আয়োজন করে।।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক নূরুল ইসলাম পার্থ,উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব রজিন খান, সাধারণ সম্পাদক, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, শ্রীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ শাহ আলম উপজেলা তাতী দলের সভাপতি সালাউদ্দিন বাদল, কলেজ শাখার নিলয় ও রায়হান।