ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ট্রাফিক পুলিশের যোগদান শিক্ষার্থীদের অভিনন্দন

এম জামান রাজ , স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
অস্থিতিশিল পরিস্থিতি কাটিয়ে পাহাড়ি জনপদে শান্তি শৃঙ্খলা ফেরাতে খাগড়াছড়িতে কাজে যোগদান করার মাধ্যমে শুরু করেছে ট্রাফিক পুলিশ।

 

 

সোমবার ১২ আগস্ট বিকেলে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সুপ্রিয় দেব এর নেতৃত্বে শহরের শাপলা চত্ত্বরে দ্বায়িত্ব পালন শুরু করার মাধ্যমে কাজে যোগদান করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

 

 

দীর্ঘ ৭ দিন কর্মবিরতির পর কাজে যোগ দিতে শহরের প্রাণ কেন্দ্র শাপলা চত্ত্বরে আসলে ট্রাফিক পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন সহ যুব রেড ক্রিসেন্টএর সদস্যরা। এ সময় আনন্দে উপস্থিত সকলের মাঝে মিষ্টিও বিতরণ করেন শিক্ষার্থীরা।

এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সুপ্রিয় দেব, সার্জেন্ট তরুণ কুমার দাশ, এসআই মাহফুজ উর রহমান সহ ট্রাফিকপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহাবুব আলম ও মো: রফিক জানান আন্দোলনরত শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠনের সদস্যরা সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আপ্রাণ চেস্টা চালিয়ে গেছেন। ট্রাফিকপুলিশ সদস্যরা কাজে যোগদান করার ফলে জনমনে স্বস্তি ফিরছে। এর পরেও তারা যদি আমাদের প্রয়োজন মনে করেন আমরা সর্বাত্মক সহযোগীতা করে যাবো।


error: Content is protected !!