ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে প্রেসক্লাব পুর্নগঠন পরবর্তী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়িতে প্রেসক্লাব পুর্নগঠন পরবর্তী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

১২ আগষ্ট ২০২৪, সোমবার সকালে প্রেসক্লাব ভবনে নব গঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সমীর মল্লিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

 

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন মজুমদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। সভায় জেলা সহ কর্মরত নয় উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এবং উপজেলা থেকে আসা বিভিন্ন সাংবাদিকরা তাদের দাবী দাওয়া তুলে ধরেন ও মতামত প্রকাশ করেন।

 

দুপুরে উপস্থিত সংবাদকর্মীগন প্রেসক্লাবের সামনে থেকে শাপলা চত্বর হয়ে এক র‍্যালি বের করে আবার প্রেসক্লাবে মিলিত হন। দিনব্যাপি অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি শাখার নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!